আমি একজন SSC পাস ২০২৪ আমি আমার ক্যারিয়ারটা সুন্দরভাবে গুছাতে চাই তার জন্য আপনাদের পরামর্শ আমার একান্তই প্রয়োজন ৷ আমি চাচ্ছে যে ডিপ্লোমায় ভর্তি হব (১) পাশাপাশি কম্পিউটার চালানো শিখব এবং কম্পিউটারের বিভিন্ন কোর্স করতে থাকবো (২) এবং তার পাশাপাশি কলেজে আর্স অথবা সাইন্সে ভর্তি হব (৩) @/২/ আবার আমার বিদেশে যাওয়ার ইচ্ছা আছে পড়ালেখা করার জন্য । এদিকে আমার কিছু বন্ধু ওরা বলছে চলো আমরা চিনে যাই পড়ালেখা করার জন্য চীনে SSC এরপর যাওয়া যায় ডিপ্লোমা কোর্সের জন্য ওই দেশে পড়ালেখার মান অনেক ভালো এবং স্কলারশিপে যেতে পারবো অল্প খরচেই বাহিরের দেশ থেকে পড়াশোনা করে আসতে পারবো ( এখন আমি আপনাদের কাছ থেকে পরামর্শ চাই এখন আমার কি করা উচিত ) [ এদিকে আরেকটি কথা বলে রাখা ভালো যে বাইরের দেশে যেতেও আমি অনেক আগ্রহী আবার কম্পিউটার চালাতে বা কোর্স গুলো করতে অনেক আগ্রহী ] আশা করছি আপনারা সকলে নিজ নিজ স্থান থেকে আমাকে সুপরামর্শ দিবেন ৷৷৷৷৷ উপকার হলে কৃতজ্ঞ থাকিব 🌹
শেয়ার করুন বন্ধুর সাথে