আসসালামু আলাইকুম, আমি বিয়ে করেছি দুই বছর পার হয়েছে। আমার বয়স এখন ২৪ বছর। বিয়েটা পারিবারিক ভাবেই হয়েছিলো। বিয়ের পর থেকে আমি কন্ডম ব্যবহার করতাম। গত দুই-তিন মাস যাবৎ বাচ্চা নেওয়ার জন্য কন্ডম ছাড়া মিলন করছি। আমি স্ত্রীর যোনিতে বীর্য ফেলছি কিন্তু বীর্য বের হয়ে আসে অটোমেটিক। কিন্তু বাচ্চা আসছেনা পেটে৷ প্রত্যেক মাসেই সময় মতো মাসিক হচ্ছে৷ 

এমতাবস্থায় আমার করণীয় কি? 


শেয়ার করুন বন্ধুর সাথে