Call
উদ্ভিদকোষকে চেনার প্রধান বৈশিষ্ট্যই হলো কোষপ্রাচীর। এটি কোষের আকার প্রদান করে এবং ভেতর ও বাইরের মধ্যে তরল পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করে। এরা ভেতরের অংশকে রক্ষা করে। কারণ শুধু উদ্ভিদকোষে কোষপ্রাচীর দেখা যায়। প্রাণিকোষে কোনো কোষপ্রাচীর নেই। এ কারণেই কোষপ্রাচীরকে উদ্ভিদকোষের অনন্য বৈশিষ্ট্য বলা হয়।
Talk Doctor Online in Bissoy App