Call
পাহাড়, সমুদ্র, চন্দ্র, নক্ষত্র কিছুই আনতে হবে না। কবিরাজ এ কথা বলার কারণ হলো— মোড়ল যখন অসুস্থ হয়ে পড়ে তখন ফুফাতো ভাই হাসু ও রহমত তাদের জীবনের যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি। মোড়লের অসুস্থতার যখন হাসু ও রহমত কাতর হয়ে পড়ে তখন কবিরাজ তাদেরকে বলল যে, একটা কঠিন কাজ করতে হবে। এটা শুনে হাসু বলল, বাঘের চোখ আনতে হবে নাকি? কবিরাজ বলল, কাজটি আরও কঠিন। এটা শুনে রহমত বলল, হিমালয় পাহাড় আনতে হবে নাকি? মূলত হাসু ও রহমতের এসব কথা শুনেই কবিরাজ উক্ত কথাটি বলেছেন।
Talk Doctor Online in Bissoy App