Call
অত্যাচারী মোড়লের দুরারোগ্য ব্যাধি হয়েছে বলে তার নিস্তার নেই। মোড়ল এককালে গায়ের জোরে নির্বিচারে মানুষকে অত্যাচার করেছে। মাজলুমের বেদনা উপলব্ধি করতে চায়নি। হাসুর ধারণা অত্যাচারের ফলেই মোড়লের হাড়-মড়মড় রোগ হয়েছে। এ রোগের ওষুধ দুষ্প্রাপ্য। তাই মোড়লের নিস্তার নেই।
Talk Doctor Online in Bissoy App