Call
স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবারের মধ্যে অপটিক্যাল ফাইবার বেশি কার্যকর। কেননা, পৃথিবী থেকে প্রায় ৩৪ হাজার কিলোমিটার উপরে স্যাটেলাইট রাখতে হয়। যেহেতু স্যাটেলাইট পৃথিবী থেকে অনেক উঁচুতে থাকে তাই সেখানে সিগন্যাল পাঠানোর জন্য অনেক বড় এন্টেনা দরকার হয়। তাছাড়া পৃথিবী থেকে যে সিগন্যাল পাঠানো হয় সেটি ওয়্যারলেস সিগন্যাল। ওয়্যারলেস সিগন্যাল দ্রুত বেগে গেলেও এই বিশাল দূরত্ব অতিক্রম করতে একটু সময় নেয়। তাই টেলিফোনে কথা বললে অন্য পাশ থেকে কথাটি সাথে সাথে না শুনে একটু পরে শোনা যায়। অপরদিকে, অপটিক্যাল ফাইবার হলো অত্যন্ত সরু এক ধরনের কাচের তৈরি তার। এটি আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে আলোর গতিতে ডেটা প্রেরণ ও গ্রহণ করতে পারে। অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে অনেক বেশি সিগন্যাল পাঠানো সম্ভব। একটি অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে একসাথে কয়েক লক্ষ টেলিফোন কল পাঠানো সম্ভব। স্যাটেলাইট সিগন্যাল আলোর বেগে যেতে পারে কিন্তু অপটিক্যাল ফাইবার কাচ তন্তুর ভেতর দিয়ে যেতে হয় বলে সেখানে আলোর বেগ এক-তৃতীয়াংশ কম। তারপরেও পৃথিবীর একপৃষ্ঠ থেকে অন্যপৃষ্ঠে অপটিক্যাল ফাইবারে সিগন্যাল পাঠাতে হলে সেটি অনেক তাড়াতাড়ি পাঠানো যায়। তাই যোগাযোগ ব্যবস্থায় স্যাটেলাইটের চেয়ে অপটিক্যাল ফাইবার বেশি কার্যকর।
Talk Doctor Online in Bissoy App