Call
বিদ্যালয়ের পত্রিকা তৈরি করতে হলে আমাদের যেসব নির্দেশনা মানা উচিত তা নিচে দেওয়া হলো- ১. সকল শিক্ষার্থীর অংশগ্রহণে অর্থাৎ শ্রেণিতে ছেলে শিক্ষার্থী, মেয়ে শিক্ষার্থী, অন্য লিঙ্গের শিক্ষার্থী এবং শারীরিক ও মানসিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী মিলে এই বিদ্যালয় পত্রিকাটি তৈরি করা উচিত। ২. প্রতিটি দল তাদের নির্ধারিত বিষয়/থিমের ওপর বিদ্যালয়, পত্রিকার জন্য বিভিন্ন তথ্য, ছবি, গল্প, কবিতা, প্রতিবেদন সংবলিত উপকরণ বানাবে। ৩. সব দলের কাজ যুক্ত করে একটি বিদ্যালয় পত্রিকা বানাতে হবে। ৪. বিদ্যালয় পত্রিকার বিষয়বস্তুর সাথে মিলিয়ে একটি নাম বা শিরোনাম থাকবে। ৫. বিদ্যালয় পত্রিকার জন্য কিছু লেখা শিক্ষার্থীর নিজস্ব লেখা হবে এবং কিছু লেখা বা তথ্য বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করতে হবে। ৬. উভয় লেখার স্বত্বাধিকারীর নাম থাকবে। ৭. একটি আলাদা অংশে/পৃষ্ঠায় আবার সব স্বত্বাধিকারীর নাম থাকবে এবং সে অংশটিকে স্বত্বাধিকারীদের তালিকা বা পরিচিত হিসেবে নামকরণ করা যেতে পারে।
Talk Doctor Online in Bissoy App