Share with your friends
Call
পুঁজি বাজারে শেয়ার বলতে কোন শিল্পপ্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান বা ব্যবসায় প্রতিষ্ঠানের মালিকানার অংশ ও লভ্যাংশের অংশীদারিত্বকে বুঝায়। ১৭৬. বিভিন্ন প্রকারের শেয়ার কী কী? কোম্পানির শেয়ার বিভিন্ন প্রকারের হতে পারে। যথা i. প্রাথমিক শেয়ার ii. সেকেন্ডারি শেয়ার ; iii. রাইট শেয়ার; iv. বোনাস শেয়ার, v. প্রিমিয়াম শেয়ার; vi. অগ্রগণ্য শেয়ার এবং vii. সাধারণ শেয়ার।