রহিমা সালাম কে বিয়ে করে। তাদের ঘরে ১ টি কন্যাসন্তান জন্ম নেয়। কন্যাসন্তানের নাম রাখা হয় জুই। পরবর্তীতে রহিমা ও সালামের মধ্যে ডিভোর্স হয়ে যায়। তখন রহিমা মেয়েকে তার কাছে রাখে। কারন সালাম মেয়েকে নিতে চায়নি। রহিমা পরবর্তীতে শফিক কে বিয়ে করে। শফিক রহিমার আগের সংসারের মেয়ে জুইকে নিজের মেয়ের মতোই আদর স্নেহ করে। এমতাবস্থায় জুইয়ের জন্ম নিবন্ধন, সার্টিফিকেট সহ সকল কাগজপত্রে জুইয়ের বাবার নামের স্থলে শফিক এর নাম লিখা ঠিক হবে কিনা? লিখলে ভবিষ্যতে কোনো আইনি জটিলতা সৃষ্টি হতে পারে কিনা? জুইয়ের জন্মদাতা বাবা কোন আইনী পদক্ষেপ নিতে পারে কিনা? এ বিস্তারিত বিস্তারিত পরামর্শ চাই প্লিজ।


শেয়ার করুন বন্ধুর সাথে