আমি hsc examদিতেছি, আমি সাধারন ভাবে ইন্টার এর পর অনার্স না করে কিভাবে ক্যারিয়ার গঠন করতে পারব? কম্পিউটার নিয়ে কাজ করতে ভাল লাগে তাই আমি কি কম্পিউটার এর প্রপশেনাল ওয়েব ডেবেলপমেন্ট কাজ শিখে কি ভালো চাকরি করতে পারব? কি ধরনে করতে পারব? বা আপনার যানা মতে কি করে ক্যারিয়ার গঠন করতে পারব?
Share with your friends

কোন বিভাগ থেকে দিচ্ছেন জানালে ভালো হতো। এক্ষেত্রে আপনি ক্যারিয়ার গঠনের জন্য কম্পিঊটার সাইন্স নিয়ে Bsc করতে পারেন, ডিপ্লোমাও করতে পারেন। এগুলে ভালো হবে। আর জেনারেলে বিশ্ববিদ্যালয় থেকে cse এ পড়ে পরবর্তীতে ক্যারিয়ারের পথে পা বাড়ালে ভালো হবে।

Talk Doctor Online in Bissoy App

আপনাকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ালেখা করতে হবে। পাশাপাশি প্রোগ্রামিং এ প্রচুর জ্ঞান রাখতে হবে। ওয়েব প্রোগ্রামিং এ ধারণা রাখতে হবে। 

ভালকরে কম্পিউটার এর প্রপশেনাল ওয়েব ডেভলপমেন্ট কাজ শিখেলে আপনার চাকরীর অভাব হবেনা ইণশাল্লাহ।

Talk Doctor Online in Bissoy App
Masumakonda

Call

এই এইস এস সি রেজাল্ট দিয়ে ক্যারিয়ার ভালভাবে গঠন করা যায়না। আপনি পারলে আরো লেখা পড়া করুন তার পর ক্যারিয়ারের চিন্তা করলে ভালো ফল পাবেন।

Talk Doctor Online in Bissoy App