চার্জ টিকেনা
Share with your friends

এটা নির্ভর করে সম্পুূর্ণ অাপনার উপর। আপনি ফোনটি কতবার পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দিবেন বা পাওয়ার ব্যাংক এর দরকার কতবার পড়বে তার উপর ভিত্তি তরে পাওয়ার ব্যাংক কিনতে হবে। যত বেশি MAh সম্পন্ন কিনবেন তত বেশি বার চার্জ দিতে পারবেন। নিচে একটি পাওয়ার ব্যাংক এর বিবরণ দিলাম:: Xiaomi Mi পাওয়ার ব্যাংকটির ক্যাপাসিটি ১০,৪০০ মিলিঅ্যাম্পিয়ার। বুঝতেই পারছেন, আপনার ফোন যদি ২১০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির হয়ে থাকে, তাহলে এই পাওয়ার ব্যাংক ফুল চার্জ থাকলে এটি দিয়ে আপনার ফোন ৫ বার খালি ব্যাটারি থেকে ফুল চার্জ করা যাবে। যেহেতু ব্যাটারি পুরোপুরি খালি হওয়ার আগেই সবাই চার্জে দিয়ে থাকেন, সেহেতু ধরে নেয়া যায় ৫ বারের বেশিও ফোন চার্জ দেয়া সম্ভব হতে পারে। তবে এতো লম্বা সময়ের মাঝে আপনি হয়তো পাওয়ার ব্যাংকটিই আবার রিচার্জ করে নিতে পারবেন। Xiaomi Mi পাওয়ার ব্যাংকের প্যাকেজিংই বেশ মনোমুগ্ধকর। খুবই সিম্পল সাদা একটি বাক্সে এটি থাকে যেই বাক্সে কেবল Mi-এর লোগো ছাড়া বড় অক্ষরে কিছুই লেখা নেই। বাক্স থেকেই এই ডিভাইসে আপনি অ্যাপলের প্যাকেজিং ও ডিজাইনের সঙ্গে বেশ অনেকখানি সামঞ্জস্য ধরতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App