রিফাতহাসানশান্ত

রিফাতহাসানশান্ত

0 Views
Rated 5 / 5 based on 0 reviews

রিফাতহাসানশান্ত

  • Not Specified | |

Chamber

Services

Work Experience

Skills

Language

Training

Education

প্রশ্ন-উত্তর সমূহ 9.50k বার দেখা হয়েছে | এই মাসে 9.50k বার
8 টি প্রশ্ন দেখা হয়েছে 8.46k বার
1 টি উত্তর দেখা হয়েছে 1.04k বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 0 টি প্রিয়

Blogs

Recent Q&A

রোগের লক্ষন ও নাম?

বিভিন্ন যৌন রোগ ও রোগের লক্ষনগুলা কেউ বলেন প্লিজ। এতে আমার মত ওনেকের সচেতনতা বারবে। আমার মত ওনেকেই আছে যাদের যৌনরোগ সম্পর্কিত জ্ঞানের অভাব। সুতরাং, যে যেই রোগের লক্ষনসন নাম জানেন... জানাবেন প্লিজ। ভুল তথ্য দিয়েন না কেউ..... 0 likes | 3129 views

ভিপিএন দিয়ে এন্ড্রয়েড ফোনে ইন্টারনেট ব্যবহার করতে চাই কি করতে হবে?

0 likes | 2872 views

স্বাধীন দেশের নাম,রাজধানি ও মুদ্রার নাম?

পৃথিবীতে মোট ১৯৮ টি স্বাধীন দেশের নাম,রাজধানী,মুদ্রার নাম ও দেশগুলোর স্বাধীন হওয়ার সাল টা জানাবেন প্লিজ?? গুগোল,উইকিপিডিয়া তে অনেক খুজলাম। কিন্তু পেলাম না। শেষ মেশ আপনাদের সাহায্য চাই আমি। এই লিস্ট-টা পেলে ভাইয়া/আপু ৭৯২টা আইকিউ মুখস্থ হয়ে যাবে আমার। প্লিজ এই লিস্ট টা কারর কাছে থাকলে সরবরাহ করবেন।......  0 likes | 3312 views

দাউদ হয়েছে ৫ ৬ মাস আগে। এখনও ভালো হই নি। বিস্তারিত পরে প্লিয হেল্প করুন...?

আমি শান্ত। ১৭ বছর বয়স। ৫ ৬ আগে থেকে লক্ষ করি আমার অন্ডকোষ এর চামরার ওপর কাল কাল কিছু পাতলা হাল্কা আবরণ তৈরি হয়েছে। ঘার্মাক্ত শরীরে ডলা দিলে যেমন কাল মাটির মত নোংরা উঠে যায় ঠিক তেমন ভাবে গোসল করার সময় অন্ডকোষ ভেজা থাকে এবং এই পাতলা আবরণ গুলা ওই নোংরা গুলার মত উঠে। আর এই নোংরা উঠে যাওয়ার কারনে ভাবতাম এইগুলা কিছু না। কিন্তু ৩ ৪ মাস পর দেখি যে আমার অন্ডকোষের চামরা খসখসা হয়ে গেছে এবং ওই নোংরা গুলাও কেমন যেন স্থির ভাবে লেগে থাকে। আমি একটু অগোছালো  ছেলে। অন্তর্বাস ২টা ছিলো রেগুলার তেমন পরিষ্কার করার বেপারে উদাসিন ছিলাম।

আমার অবস্থার অবনতি হলে আমি এক হোমিও ডক্টরকে লক্ষণ গুলা বলে অন্ডকোষ টা দেখালাম। তিনি বল্লেন আমার এমন উদাসীনতা আর অসচেতন এবং নোংরা থাকার কারনে এমনটা হয়েচে। কিছু ওষুধ গুরা ক্ক্রে সংমিশ্রণ করে নিজ হাত্র বানিয়ে দিয়েছিলেন। ৪ ৫ দিন এ এই নোংরাজাতীয় আবরন টা বের হওয়া বন্ধ হয়। মাঝখানে এক্সাম এর জন্য চিকিৎসা থেকে একটু পিছিয়ে পরি। এতে আবার আগের অবস্থাতে ফিরে গেচে। তিনি  আবার ওষুধ  দিবেন। তোবে তিনি বলেছিলেন দাউদের জন্য নাকি অপারেশন  করে অন্ডকোষ কেটে ফেলা লাগতে পারে। কথাটা হেসে হেসে বলছিলেন। তোবে আমর ভয় হচ্ছে আদউ কি অপারেশন করা লাগবে? নাকি তার ওষুধ এ সেরে যাবে?? আর দাউদ থেকে দুরে থকতে আমাকে কি কি পরিহার এবং  কি কি কাজ গ্রহণ করতে হবে?? এক কথায় নিরাপদ থাকার উপায় গুলা বলবেন প্লিজ। আমি খুব নার্ভাস...... আর হ্যা... প্যান্ট খোলার পর বা যে কোনো সময় অন্ডকোষ যখন সংকুচিত অবস্থা থেকে সিথিল হতে থাকে তখব খুব চুল্কায়...

0 likes | 3010 views

রাজশাহী বিস্ববিদ্যালয়ে ভর্তি হওয়া?

ভাই আমি রাজশাহী বিস্ববিদ্যালএ হিসাববিজ্ঞান নিয়ে পরতে ইচ্ছুক। এখানে ভর্তি হওয়া কি খুব বেসি কঠিন? এর বিষয়ক কিছু উপদেশ পেলে ভালো  লাগত।

0 likes | 2677 views

কমার্চ নিয়ে অনার্সে ভর্তির জন্য সহায়ক বিষয়াবলি?

আমি কমার্চ থেকে এস.এস.ছি তে ৪.৮৮ পেয়ে পাস করেছিলাম। এইচ.এস.ছি তে পরা লেখার অবনতি হয়েছে। হয়তো ৪.৫০_৪.৭০  এর মধ্যে রেজাল্ট থাকবে। আমি হিসাববিজ্ঞানে ভালো স্টুডেন্ট।  তায় আমি অনার্স এ হিসাববিজ্ঞান নিয়ে পরতে চায়। দরিদ্র পরিবারের সন্তান আমি। অর্থের অভাবে কোচিং করতে পারছি না। 

আমার জানার বিষয়টা হল... আমি এখন কেমন ভাবে প্রস্তুতি নিলে ইউনিভার্ছিটি তে চাঞ্চ পাওয়ার মত যোগ্য হতে পারব? বাজারের কমার্চের জন্য ভালো মানের ৩ থেকে ৪টা বই এর খোজ দিতে পারলে আরও ভালো হয়। আর ভর্তি বিষয়ক কোনো ই-বুক সাইট থাকলে বলবেন প্লিজ। 

0 likes | 2863 views