মোস্তাকহোসেন

মোস্তাকহোসেন

0 Views
Rated 5 / 5 based on 0 reviews

মোস্তাকহোসেন

  • Not Specified | |

Chamber

Services

Work Experience

Skills

Language

Training

Education

প্রশ্ন-উত্তর সমূহ 41.77k বার দেখা হয়েছে | এই মাসে 41.77k বার
8 টি প্রশ্ন দেখা হয়েছে 41.77k বার
0 টি উত্তর দেখা হয়েছে 0 বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 0 টি প্রিয়

Blogs

Recent Q&A

ইংরেজি গ্রামারের উপর ভালো দক্ষতা নেই?

আমার ইংরেজি গ্রামারের উপর ভালো দক্ষতা নেই। যার কারনে স্টুডেন্ট পড়ানো আর জব পাওয়া নিয়ে আমি চিন্তিত। তাই আমাকে ইংরেজি গ্রামারে মোটামোটি দক্ষতা আসবে এমন বই সাজেস্ট করুন।  0 likes | 2610 views

প্রাপ্ত বয়স্ক হয়েও আমি ব্যক্তিগত স্বাধীনতা পাচ্ছিনা পরিবার থেকে?

প্রিয় ভাই বোনেরা, আমার একটি ব্যক্তিগত সমস্যা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম। আশাকরি আপনারা আমাকে উত্তর দিয়ে সাহায্য করবেন। আমি বর্তমানে একজন বি,বি,এ ছাত্র ফাইনাল ইয়ার। বয়সঃ২৪। পেশাঃটিউশনি  এখন আমার সমস্যার কথায় আসা যাক। আমার পরিবার মধ্যবিত্ত। আর্থিকভাবে মোটামুটি সচ্ছল। আমরা পরিবারে ৪ জন। মা বাবা এবং আমি আর ছোট ভাই। আমার মা বাবা আমার কোন চাহিদা অপূরণ রাখেন না। যা যা দরকার তা সাধ্যমতো আমাকে দেন। প্রচুর সাপোর্ট করেন আমাকে কিন্ত একটা জিনিস শুধু আমি পাই না সেটা হলো স্বাধীনতা। আমি নিজের ইচ্ছামত কোথাও যাবার স্বাধীনতাটা আজ পর্যন্ত পেলাম না। আমি নিজের ইচ্ছামত বন্ধুদের সাথে কোথাও যেতে পারি নি। যেটা আমাকে নিয়ে বন্ধু মহলে খুব হাসাহাসি হয়। এই পর্যন্ত কোনো স্কুল পিকনিকে ও আমি যেতে পারি নি। এটা কোন ধরনের সমস্যা আমি বুঝতে পারছি না। আমি বুঝালেও তারা ব্যাপারটি বুঝতে চাইছে না। কিন্ত বিষয়টি আমাকে খুব বিরক্ত করে। একজন ছেলে হয়ে আমার এই বয়সে ও এমন আচরণ একদম সহ্য হচ্ছে না। আমার কি করা উচিত এমন পরিস্থিতিতে? তারা কি এমন করছে কারন আমি চাকরি করি না বলে!! এইটা কি স্বাভাবিক? আমার কি করা উচিত আপনারা বলুন প্লিজ। 0 likes | 2620 views

চিকেন পক্সের দাগ দুর করতে কোন ঔষধ ব্যবহার করতে পারি?

আমার চিকেন পক্স হয়েছে। নিরাপদ ভাবে দাগ গুলি সারাতে কোন ঔষধ টি ব্যবহার করব জানালে উপকৃত হবো। 0 likes | 2993 views

কাছের বন্ধুরাই আমাকে অবহেলা করে?

আমি বন্ধুত্ব খুব পছন্দ করি। একটা জিনিস আমার সাথে অনিবার্য ভাবে হয়ে থাকে তা হলো বন্ধুদের থেকে পরবর্তীতে অবহেলা। আপনাদের সুবিধার জন্য আমার কিছু তথ্য দেওয়া প্রয়োজন। আমার পরিবার সচ্ছল। ৪ সদ্যসের পরিবারে আমি বড় ছেলে। ফ্যামিলি তে আমাকে খুব আদর করে। সাধ্য মতো চেস্টা করে আমার সব আশা পূরণ করতে। কোনো কারনে আমার বাবা মা আমাকে চোখের আড়াল হতে দেয়না। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্র হওয়ার পড়েও। যেমন দরুন, কোনো খানে বেড়াতে যাওয়া, একা কোনোখানে থাকা, মার্কেট যাওয়া। কাছে কোথাও গেলেও মোবাইলে সার্বক্ষণিক যোগাযোগ রাখে। বলতে গেলে আমি আবদ্ধ। সব আছে কিন্তু স্বাধীনতা নেই। এতো কিছুর পড়েও তাদের আমার প্রতি মমতা দেখে কিছু বলতে পারি না। এই বিষয় গুলি প্রায় সবাই জানে। আমার সাথে যাদের বন্ধুত্ব হয় তারা সবাই আমাকে বিশ্বাস করে। এমন কি গোপন কথা পর্যন্ত শেয়ার করে। যা আমার কাছেই গোপন থাকে। আমার পারিবারিক কারনে বন্ধুদের আউট ডোর কর্মকান্ড গুলিতে উপস্থিত হতে পারি না। যার ফলে দেখা যায় আমার কাছের ফ্রেন্ডরা কোনো দাওয়াত পেলেও আমি পায় না। যা আমাকে খুব কষ্ঠ দেয়। এক সময় কাছের বন্ধরাই আমাকে আর গুরুত্ব দেয় না। আমি খুব বড় করে ফেললাম লেখা। যার জন্য দু:খিত। কিন্ত আমি কি করতে পারি এখন? 0 likes | 3970 views

আমি কোনো মেয়ের সাথে প্রথমে কথা বলি না। আমি কি অহংকারী?

আমি একজন BBA প্রথম বর্ষের ছাত্র। আমার সমস্যাটি হলো মেয়েদের সাথে বন্ধুত্ব নিয়ে। আমি আমার জীবনে কোনো মেয়ের সাথে প্রথমে কথা বলি নি। মানে আগ বাড়িয়ে কথা যা বলে। এর পড়েও আমার যা মেয়ে বন্ধু আছে তারা সবাই নিজে থেকেই আমার সাথে বন্ধুত্ব করেছে। আসলে আমি এই বিষয়টি নিজেও পছন্দ করি না। আমি অনেক চেস্টা করেছি বিষটি বদলানোর জন্য। এর ফলে আমি কোনো ঘনিষ্ঠ মেয়ে বান্ধবী পায়নি। 0 likes | 3225 views