মায়িদাজান্নাত

মায়িদাজান্নাত

0 Views
Rated 5 / 5 based on 0 reviews

মায়িদাজান্নাত

  • Not Specified | |

Chamber

Services

Work Experience

Skills

Language

Training

Education

প্রশ্ন-উত্তর সমূহ 10.16k বার দেখা হয়েছে | এই মাসে 10.16k বার
3 টি প্রশ্ন দেখা হয়েছে 1.56k বার
5 টি উত্তর দেখা হয়েছে 8.60k বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 0 টি প্রিয়

Blogs

Recent Q&A

অপসংস্কৃতির প্রভাব থেকে আমাদের বাচ্চারা কি রেহাই পাবে না?

আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের একটা গল্প শোনাবো। কিছু ঘটনার মিলিত প্রকাশ এই গল্প।

ঘটনা ১ - ক্লাসে শিক্ষক পড়াচ্ছেন। শিউলি বলতো, "আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ।" শিউলির জবাব, "আপা, ভুল হছে, আসলে হবে- আমার আতা গাছেতে, তোতা পাখি বাসা বেঁধেছে............।"

ঘটনা ২- মাসুদের মা মাসুদকে খেতে ডাকছে, " খেতে এসো সোনা।" মাসুদ এসে বলল, "মা একটু ভালোভাবে ডাকতে পারো। যেমন করে জিত ডাকে, সোনারে সোনারে, কাছে আয় নারে। ছোট্ট একটা কিলিক করে সেলফি লে নারে...............।"

ঘটনা ৩- সকালে হাটতে বেরিয়েছেন আনিস সাহেব। তার সামনে দিয়ে হেটে স্কুলে যাচ্ছে পরী। আনিস সাহেব জিজ্ঞাসা করলেন, "তোমার নাম কি বাবু?" পরীর উত্তর, "আমি ডানাকাটা পরী...............।"

ঘটনা ৪- বোনের বাসায় বেড়াতে এসেছে মহুয়া। আদর করে ছোট ভাগ্নের গালে একটা চুমো দিতেই সে গেয়ে ওঠে, "একখান চুম্মাতে কারেন্ট লাগাইলি............।"

বন্ধুরা, এই ঘটনাগুলো বাস্তবিক না হলেও ইদানিং আমাদের বাচ্চাগুলোর মধ্যে মিডিয়া জগতের অপপ্রভাব আমরা প্রায়ই লক্ষ্য করি। আপনারা কি লক্ষ্য করেননি? এখনকার বাচ্চাদের একটা গান গাইতে বললেই তাদের আগে মাথায় আসে কোনো হিন্দি সিনেমার আইটেম গান বা ভারতীয় বাংলার আধুনিক গান, যা অশ্লীল এবং কুরুচির পরিচয় বহন করে। অবশ্য বাচ্চাদের কি দোষ!! যে শিশু ছোটবেলা থেকেই বাবা-মায়ের আদর থেকে বঞ্চিত হয়ে সারাদিন টিভি-ইন্টারনেট নিয়ে বড় হয়, তাকে ভালো-মন্দের শিক্ষা কে দিবে? বাবা-মায়ের ফেসবুক-টুইটারের মতো যোগাযোগ মাধ্যমে দৃঢ় অবস্থান থাকলেও যে তাদের সন্তানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সে খবর রাখার সময় কয় জনের আছে! এই কারণেই তো তারা বাইরের জগতের প্রতি ঝুঁকে পড়ছে। আর পরিণতিতে সমাজে ঐশীদের সংখ্যা বাড়ছে। আমরা কি পারিনা আমাদের ভবিষত প্রজন্মকে এই অপসঙ্গস্কৃতি নামক রোগ থেকে বাঁচাতে??

বিস্ময়-এ কি এমন কেউ নেই যাকে এই বিষয়টা ভাবায়?? আমাদের কি কিছুই করার নেই??        

0 likes | 1767 views

আমি আমার স্ত্রীর সাথে প্রথম সহবাস করব। তাই কিভাবে করলে আমাদের সন্তান হওয়ার সম্ভাবনা থাকবে না?

0 likes | 5595 views

নির্ভুল ইংলিশ করে দাও?

তোমার নামে চলিলাম আল্লাহ। তোমার করুনায় যেনো কাজ গুলা তারাতারি শেষ করে সুস্হ ভাবে আবার মায়ের আঁচল এর নিচে ফিরে আসতে পারি। হে আল্লাহ সবসময় সৎ এবং সুন্দর পথে চলার জন্য সাহায্য করিয়। 0 likes | 2810 views

রক্তে ক্রিটিনাইন এর পরিমান 1.5 কি খুব বিপদজনক এ অবস্থা থেকে কি সুস্থ হওয়া সম্ভব কোন চিকিৎসা পদ্ধতি বেশী কার্যকর?

কিডনির প্রাথমিক সমস্যা 0 likes | 3513 views

আমি মেয়ে, প্রতারণার শিকার হয়ে আপনাদের পরামর্শ চাচ্ছি?

আসসালাম আলাইকুম।আমার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক মেয়ের মেসেজ-

"আমি একজন এইচ এস সি পরীক্ষার্থী।প্রথম বর্ষে থাকাকালীন সময় একটি ছেলের সাথে আমার সম্পর্ক গড়ে ওঠে।সে বলে সে খুব ইসলামী মাইন্ডের এবং হাফেজ।সে আমাদের সম্পর্ককে একটা বৈধ পরিচয় দিতে আমাকে বিয়ের জন্য চাপ দেয়।আমি বাড়িতে না জানিয়ে গোপনে তাকে বিয়ে করি।তার এক বড় ভাইয়ের বাসায় আমাদের বিয়ে হয়।সেখানে কোনো উকিল বা সাক্ষী ছিলনা।তাই বিয়েটা নিয়ে আমার একটু সন্দেহ ছিল, কিন্তু আমি তাকে খুব বিশ্বাস করতাম বলে কিছু বলিনি।বিয়ের পর থেকেই সে আমাকে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য চাপ দিতে থাকে।কিন্তু আমাদের প্ল্যান ছিল আমরা আগে পড়াশোনা শেষ করবো এবং পরিবারের মত নিয়ে বিয়ে করবো।কিছুদিন পর সে জোর করে আমার সাথে সেক্স করতে চায়।আমার হাইমেন ছিড়ে প্রচুর রক্তপাত হয়।তখন সে আমাকে তাড়াতাড়ি বাসায় চলে যেতে বলে।বাসায় আসার পর আমি খুব অসুস্থ হয়ে পড়ি, কিন্তু সে বলে এটা হওয়াতে ভালো হয়েছে।এরপর থেকে সে শুধু শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য চাপ দেয়।আমি তার সাথে দেখা করা বন্ধ করে দিই।এরপর আমি জানতে পারি সে আমাকে তার নিজের আর পরিবার সম্পর্কে যা বলেছে অধিকাংশই মিথ্যা এবং বাড়িয়ে বলা।আমার পরিবার তাকে কখনোই তাকে মেনে নেবেনা।আমিও তার সাথে সম্পর্ক রাখতে চাইনা।কিন্তু সে আমাকে পেতে চায়।কাউকে কিছু বলতেও পারছিনা। আমি মানসিকভাবে খুব ভেঙ্গে পড়ছি।আমি এখন কি করবো?সুইসাইড করার চেষ্টাও করেছি।কিন্তু পারিনি।আমার বাবা-মা জানতে পারলে খুব কষ্ট পাবে।আর ভবিষ্যতে যার সাথে আমার বিয়ে হবে, সে যদি এই বিষয়টা মেনে না নেয়!!আমি এখন কি করবো কিছুই বুঝতে পারছিনা।কেউ সাহায্য করলে বা পরামর্শ দিলে খুব উপকার হয়।"

আমি কি উত্তর দিব বুঝতে পারছিনা। কেউ একটু সাহায্য করেন।      

  

 

0 likes | 2973 views

প্রতারণার শিকার হয়ে মানসিক ভাবে খুব ভেঙ্গে পড়ছি, কি করবো বুঝতে পারছিনা। কেউ একটু পরামর্শ দিবেন?

আসসালামু আলাইকুম।আমি একজন এইচ এস সি পরীক্ষার্থী।প্রথম বর্ষে থাকাকালীন সময় একটি ছেলের সাথে আমার সম্পর্ক গড়ে ওঠে।সে বলে সে খুব ইসলামী মাইন্ডের এবং হাফেজ।সে আমাদের সম্পর্ককে একটা বৈধ পরিচয় দিতে আমাকে বিয়ের জন্য চাপ দেয়।আমি বাড়িতে না জানিয়ে গোপনে তাকে বিয়ে করি।তার এক বড় ভাইয়ের বাসায় আমাদের বিয়ে হয়।সেখানে কোনো উকিল বা সাক্ষী ছিলনা।তাই বিয়েটা নিয়ে আমার একটু সন্দেহ ছিল, কিন্তু আমি তাকে খুব বিশ্বাস করতাম বলে কিছু বলিনি।বিয়ের পর থেকেই সে আমাকে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য চাপ দিতে থাকে।কিন্তু আমাদের প্ল্যান ছিল আমরা আগে পড়াশোনা শেষ করবো এবং পরিবারের মত নিয়ে বিয়ে করবো।কিছুদিন পর সে জোর করে আমার সাথে সেক্স করতে চায়।আমার হাইমেন ছিড়ে প্রচুর রক্তপাত হয়।তখন সে আমাকে তাড়াতাড়ি বাসায় চলে যেতে বলে।বাসায় আসার পর আমি খুব অসুস্থ হয়ে পড়ি, কিন্তু সে বলে এটা হওয়াতে ভালো হয়েছে।এরপর থেকে সে শুধু শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য চাপ দেয়।আমি তার সাথে দেখা করা বন্ধ করে দিই।এরপর আমি জানতে পারি সে আমাকে তার নিজের আর পরিবার সম্পর্কে যা বলেছে অধিকাংশই মিথ্যা এবং বাড়িয়ে বলা।আমার পরিবার তাকে কখনোই তাকে মেনে নেবেনা।আমিও তার সাথে সম্পর্ক রাখতে চাইনা।কিন্তু সে আমাকে পেতে চায়।কাউকে কিছু বলতেও পারছিনা।আমি মানসিকভাবে খুব ভেঙ্গে পড়ছি।আমি এখন কি করবো?সুইসাইড করার চেষ্টাও করেছি।কিন্তু পারিনি।আমার বাবা-মা জানতে পারলে খুব কষ্ট পাবে।আর ভবিষ্যতে যার সাথে আমার বিয়ে হবে, সে যদি এই বিষয়টা মেনে না নেয়!!আমি এখন কি করবো কিছুই বুঝতে পারছিনা।ইন্টারনেটে এই সাইটটা দেখে মনে হলো একটু আশার আলো পেলাম।আমাকে দয়া করে সাহায্য করুন বা পরামর্শ দিন কেউ।     

  

 

0 likes | 1654 views

বয়স অনুযায়ী ওজন ঠিক আছে তো?

আমার বয়স ১৮ বছর ওজন ৪৫কেজি।বহুদিন যাবত আমার  স্বাস্থের কোনো  উন্নতি নেই।এই ক্ষেত্রে আমার বয়স অনুযায়ী ওজন বাড়াতে  প্বার্শপ্রতিকৃয়া  ছাড়া কোন ঔষধ খেতে পারি...?

0 likes | 2851 views

আমি একটি মেয়েকে খুব ভালোবাসি?

তাকে অনেক বার প্রস্তাব দিয়েছি কিন্তু সে রাজি হয়নি প্রায় তিন মাস তার সাথে দেখা করি না এখন আবার ১৪ তারিখে প্রস্তাব দিতে চাচ্ছি......!!!!!!!এবার তাকে কিভাবে প্রস্তাব দিবো....!!!!! 0 likes | 2949 views