শেয়ার করুন বন্ধুর সাথে

খারাপ ও অসৎ কাজই মন্দ কাজ। কোনো কিছু চুরি করা, ছিনতাই করা, ঝগড়া ও মারধর করা ইত্যাদি কাজগুলো মন্দ কাজ। আল্লাহ তায়ালা এ পৃথিবীকে সুন্দর করে সৃষ্টি করেছেন। একটি সুন্দর কল্যাণময় আবাস বানানোর জন্য তিনি মানুষকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তায়ালা মানুষকে খলিফা হিসেবে মনোনীত করেছেন। খলিফার কাজ হল আল্লাহ তায়ালার আদেশ-নিষেধ মেনে চলা। তাঁর বিধি-বিধান পালন করা এবং অন্যকে পালন করতে উদ্বুদ্ধ করা। ভালো কাজে সহযোগিতা ও মন্দ কাজে বাধা দেয়া।    মন্দ কাজে একে অপরকে সহযোগিতা করা উচিত নয়। সব মন্দ কাজে বাধা দেয়া ইসলামের নির্দেশ এবং নৈতিক মূল্যবোধের বহিঃপ্রকাশ। আমাদের নবী হযরত মুহম্মদ (সা.) ভালো কাজে সহযোগিতা ও মন্দ কাজে বাধা প্রদান করতেন। মন্দ কাজ সম্পর্কে মহানবী (সা.) বলেছেন, তোমাদের মধ্যে যদি কেউ কারও মন্দ কাজ করতে দেখে তাহলে সে যেন নিজের শক্তি দিয়ে তাকে বাধা দেয়। আর যদি সে শক্তি দিয়ে তাকে বাধা দিতে না পারে তাহলে উপদেশের মাধ্যমে তাকে সংশোধন করে। আর যদি তাও না পারে তাহলে সে যেন তাকে মনে মনে ঘৃণা করে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ