দিনের আলোয় তারা দেখা যায় না কেন?


শেয়ার করুন বন্ধুর সাথে

বাংলাদের প্রথম ইলেক্ট্রনিকস বই এর নাম একুশ ই-বুক । 

এবং 

সূর্যের আলোর তীব্রতার জন্য আমরা দিনের বেলা তারা ও চাঁদ দেখতে পারি না । কারণ, সূর্য আমাদের নিকটতম নক্ষত্র । তাই তার আলো বেশি বিক্ষিপ্ত হয় পৃথিবীতে । এছাড়া আমাদের সৌরজগতের সবচেয়ে নিকটবর্তী নক্ষত্র বা তারা হল প্রক্সিমা সেন্টার । এর দূরত্ব চার আলোকবর্ষ । এসব দূরবর্তী নক্ষত্র থেকে যে আলো আসছে , তার তীব্রতা সূর্যের আলোর তীব্রতার তুলনায় অতি নগণ্য । একই কথা প্রযোজ্য চাঁদের ক্ষেত্রেও। চাঁদ পৃথিবীর উপগ্রহ হলেও এর আলোর উজ্জ্বলতা সূর্যের চেয়ে অনেক কম। এ কারণে সাধারণত আমরা দিনের বেলা সূর্য ছাড়া অন্য কোন নক্ষত্র কিংবা কোন গ্রহ বা উপগ্রহ হতে প্রতিফলিত আলো দেখতে পারি না । তবে সকাল বেলা বা সন্ধ্যার আগে আগে সূর্যের আলোর তীব্রতা কমে যায় । এইজন্য অনেক সময় মানে পূর্ণিমার আগে ও পরে যখন চাদের আলোর তীব্রতা খানিক বেশি থাকে তখন আমরা সন্ধ্যার অনেক আগে বিকালে চাঁদ দেখতে পারি 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ