Call

গ্রামের অবশিষ্ট পুকুরগুলোকে দূষণের কবল থেকে রক্ষা করতে আমি নিচের পদক্ষেপগুলো গ্রহণ করব-১. গ্রামবাসীকে ওই পুকুরগুলোর পানিতে বাসন-কোসন মাজা, ময়লা কাপড় কাচা ও সাবান দিয়ে গোসল করতে নিষেধ করব।২. গরু-মহিষ গোসল করাতে নিষেধ করব।৩. বিশেষ করে পুকুরপাড়ের জমিতে কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করতে নিষেধ করব।৪. মরা ও পচা জীবজন্তু এবং জৈব আবজর্না পানিতে ফেলতে নিষেধ করব।৫. সব সময় স্যানিটারি ল্যাট্রিন ব্যবহারের পরামর্শ দেব।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ