এই প্রশ্নের সহজ উত্তর হচ্ছে বাতাসের ঘনত্ব।

প্রথমে একটা জিনিস বুঝতে হবেঃ পৃথিবীর পৃষ্ঠের থেকে উপরের দিকে উঠতে থাকলে বায়ুর ঘনত্ব কমতে থাকে। আর বায়ুর ঘনত্ব কমতে থাকর কারনে তাপ ও দ্রুত গতিতে কমতে থাকে। এখন আমরা জানি মেঘ হচ্ছে বাস্প যার মূল উপাদান পানি। এখন কোন মেঘ যদি বায়ু মণ্ডলের অনেক উপরে চলে যায় যেখানে বায়ুর তাপমাত্রা (-) এ চলে যায় সে ক্ষেত্রে মেঘের মধ্যে থাকা পানি বরফ হয়ে যায়। আর সেই বরফ যখন আকারে বড় হয়ে যায় তখন সেটাই শিল হিসাবে মাটিতে পড়ে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ