লাহোরের সন্ধি শিখ ও ইংরেজদের মধ্যে সংগঠিত হয়।
ধর্মাট যুদ্ধ সম্রাট আওরঙ্গজেব ও মুরাদের মধ্যে সংঘটিত হয়েছিল।
সামুগড়ের যুদ্ধ সম্রাট আওরঙ্গজেব ও ও দারা শিকেহের মধ্যে ঘটেছিল।
তাক্কালমের যুদ্ধ রাষ্ট্রকূট রাজ তৃতীয় কৃষ্ণ এবং চোলরাজ প্রথম পরান্তকের মধ্যে ঘটেছিল।
আমেরিকা ও জাপানের মধ্যে ওয়াশিংটন চুক্তি স্বাক্ষরিত হয়।
হিদাস পিসের যুদ্ধ ৩২৬ খ্রিস্ট পূর্বাব্দে আলেকজান্ডার ও পুরুর মধ্যে হয়েছিল।
মাদ্রাজের সন্ধি হায়দার আলি ও ইংরেজদের মধ্যে সংগঠিত হয়।
শ্রী রঙ্গপত্তনমের সন্ধি টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে সংগঠিত হয়।
মান্দাসরের সন্ধি ইংরেজ ও মারাঠাদের মধ্যে স্বাক্ষরিত হয়।
লাহোরের সন্ধি ১৮৪৮ সালে স্বাক্ষরিত হয়।
ভিরওয়ালার সন্ধি দিলীপ সিং ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে হয়েছিল ।
সরাসরি ভিডিও কলে বিশেষজ্ঞদের থেকে পরামর্শ নিতে Bissoy অ্যাপ ডাউনলোড করুন