o যুক্তিবাক্যের আবর্তন হয় না। কারণ, o যুক্তিবাক্যের আবর্তন করতে হলে আবর্তনের নিয়ম মানা সম্ভব হয় না।

এটি যেহেতু নঞর্থক যুক্তিবাক্য তাই আবর্তন করতে হলে নিয়ম অনুযায়ী নঞর্থক বাক্যের মাধ্যমেই আবর্তন করতে হবে। অর্থাৎ হয় o যুক্তিবাক্য থেকে o যুক্তিবাক্যেই আবর্তন করতে হবে আর না হলে E যুক্তিবাক্যে আবর্তন করতে হবে। অবরোহ অনুমানে বিশেষ থেকে সার্বিকে অনুমান হয় না তাই o যুক্তিবাক্য থেকে E যুক্তিবাক্যে আবর্তন করা যায় না। আবার আবর্তনের নিয়ম অনুযায়ী আশ্রয়বাক্যের অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। কিন্তু o যুক্তিবাক্যের আবর্তন করলে এর অব্যাপ্য উদ্দেশ্য পদ, সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে যাবে। যেমন,

কিছু মানুষ নয় কবি- আশ্রয়বাক্য (আবর্তনীয়)

অতএব, কিছু কবি নয় মানুষ- সিদ্ধান্ত (আবর্তিত )

অর্থাৎ o যুক্তিবাক্য থেকে o যুক্তিবাক্যে আবর্তন করলে তা বৈধ হতে পারে না।

Talk Doctor Online in Bissoy App