Jobedali

Call

ইনজেকশনের পার্শ্ব-প্রতিক্রিয়া

  • ছোটখাট সমস্যা যেমন- ওজন বেড়ে যাওয়া, তলপেট ভারী ভারী লাগা, ব্যথা অনুভব করা, মাথা ধরা, মানসিক দুশ্চিন্তা ইত্যাদি হতে পারে ।
  • কিছুদিন মাসিক বন্ধ থাকতে পারে (Amenorrhoea)।
  • দুই মাসিকের মধ্যবর্তী সময়ে রক্তস্রাব হতে পারে বা ফোঁটা ফোঁটা রক্তস্রাব হতে পারে (Spotting or break-through bleeding)।
  • অতিরিক্ত রক্তস্রাব হতে পারে (Menorrhoea)
  • ইনজেকশনের স্থানে সংক্রমণ (Infection) হতে পারে
  • চোখ এবং চামড়া অথবা যে কোনো একটি হলুদ বর্ণ ধারণ করতে পারে (জন্ডিস হলে)
  • ঘন ঘন প্রচন্ড মাথা ব্যথা হওয়া এবং চোখে ঝাপসা দেখা
  • পায়ের পেছনে প্রচন্ড ব্যথা হওয়া এবং তা কয়েকদিন স্থায়ী হতে পারে
  • ইনজেকশন নেয়া বন্ধ করার পরও গর্ভবতী না হওয়ার মতো ঘটনা ঘটতে পারে
  • অন্য কোনো অসুবিধা দেখা দেওয়া। যেমন- বহমুত্র
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ