মায়ের গর্ভকালীন সময়ে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকলে গর্ভে থাকা বাচ্চার দীর্ঘমেয়াদী কোন স্বাস্থ্যঝুঁকি আছে কি? গর্ভকালীন সময়ে মায়ের ডায়াবেটিস থাকলে, যে বাচ্চা গর্ভে থাকা অবস্থায় ডায়াবেটিস থাকে সেই বাচ্চা বড় হলে বিভিন্ন রকম কার্ডিও ভাস্কুলার ডিজিজের সম্ভাবনা যেমন অল্প বয়সে মোটা হয়ে যাওয়া, ফ্যাটি লিভার ডিজিজ, অল্প বয়সে রক্তের কোলেস্টেরল বেড়ে যাওয়া, রক্তচাপ বেড়ে যাওয়া, হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি পাওয়া সহ নানাবিধ অসুখের সম্ভাবনা বেড়ে যায়। গর্ভকালীন সময়ে মায়ের ডায়াবেটিস টাইট করে নিয়ন্ত্রন করতে পারলে (যেমন খালি পেটে <৫.৩, আহারের ১ ঘন্টা পর <৭.৮, ২ ঘন্টা পর <৬.৭ মিলিমোল/লিটার ) বাচ্চাদের অল্প বয়সে এই রকম খারাপ রোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। তাই আসুন, আমরা সময় থাকতেই সচেতন হয়।
শেয়ার করুন বন্ধুর সাথে