Call

স্বাভাবিক অবস্থায় ইঙ্গুইনাল হার্নিয়া র জন্য বাচ্চাদের ব্যাথা হয়না তবে অন্য কোন কারনে বাচ্চা কান্নাকাটি করলে হার্নিয়ার সাইজ বড় হতে পারে। বাচ্চা যখন আবার শান্ত হয় বা ঘুমায় তখন আবার হার্নিয়ার সাইজ ছোট হয়ে যায়। কিন্তু যে কোন সময় এমন হতে পারে যে এই হার্নিয়ার সাইজ টা আর ছোট হচ্ছেনা এমনকি চাপ দিয়েও ছোট করা যাচ্ছে না। তখন একে বলে ইররিডিউসিবল হার্নিয়া। এর পরের ধাপে খাদ্যনালীর ভিতর দিয়ে খাবার চলাচল বন্ধ হয়ে যায়, একে বলে অবস্ট্রাকটেড হার্নিয়া। এই অবস্থায় বাচ্চার পেটে অনেক ব্যথা হয়, পেট ফুলে যায়, বাচ্চার বমি শুরু হয়। জরুরি (সাধারনত ৬ ঘন্টার মধ্যে) অপারেশন না করাতে পারলে বাচ্চার খাদ্যনালি পচে যাওয়ার সম্ভাবনা থাকে, এমনকি বাচ্চার জীবন সংশয় হতে পারে। অবস্ট্রাকটেড হার্নিয়া কখন হবে তা আগে থেকে বলা যায় না। তাই অপেক্ষা না করে সুবিধামতো সময়ে আগেই অপারেশন করে ফেলা ভালো।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ