Call
পদ্ধতি: ব্রণের অবস্থা অনুযায়ী পরিমাণ মতো লবঙ্গ গুঁড়া ও টক দই মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। চাইলে এতে সামান্য নিম পাতাও যোগ করা যায়। মিশ্রণটি কেবল ব্রণের ওপরে ব্যবহার করতে হবে। প্যাক শুকিয়ে আসলে পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে।
Dr Md Billal Hossain
পেশায় একজন হোমিওপ্যাথি চিকিৎসক। যৌন, চর্ম ও স্ত্রী রোগে অভিজ্ঞ।গনোরিয়া,সিফিলিস,ধাতু দূর্বলতা,যেীন দূর্বলতা, ধ্বজভঙ্গ, স্বপ্নদোষ, শ্বেতপ্রদর, বাধক বেদনা, অনিয়মিত পিরিয়ড এর চিকিৎসা ও পরামর্শ প্রদান করি।