Share with your friends

হৃৎপিণ্ডের কোষে খাদ্য ও অক্সিজেন পৌঁছায় করোনারি ধমনীর মাধ্যমে। এ করোনারি ধমনী চর্বি জমে বন্ধ হয়ে গেলে হৃৎপিণ্ডে অক্সিজেন ও খাদ্য পৌছাতে পারে না। ফলে হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায়, এটাকেই আমরা হার্ট অ্যাটাক বলে থাকি। এটিকে সংক্ষেপে MI (Myocardial Infarction) বলে। 

Talk Doctor Online in Bissoy App