দেখুন আমরা যখন কাউকে পছন্দ করি , তখন আসলে আমাদের মস্তিষ্কে বিভিন্ন হরমোন নিঃসরণের কারণে তা হয় । হরমোন হলো মানবদেহে থাকা এক ধরনের রাসায়নিক পদার্থ যা গ্রন্থি হতে নারী-পুরুষ উভয়ের নির্দিষ্ট অনুপাতে নিঃসৃৃত হয় এবং রক্তের মাধ্যমে দেহের শারীরিক ক্রিয়া, বিক্রিয়া, বিভিন্ন রোগ প্রতিরোধ, রক্তচাপ নিয়ন্ত্রন, মাতৃদুগ্ধ তৈরি, শারীরিক বৃদ্ধি, যৌন পরিপক্কতা ইত্যাদি সহ আরো অনেক ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে । মানবদেহের প্রধান হরমোন নিঃসরণকারী গ্রন্থি পিটুইটারি । হাইপোথ্যালামাসের নিম্নাংশে এটির অবস্থান । হাইপোথ্যালামাস অগ্র-মস্তিষ্কের একটি অংশ । যখন আমাদের কোনো মানুষকে ভালো লাগে তখন প্রথমে আমাদের হাইপোথ্যালামাস থেকে ডোপামিন নামক হরমোন নিঃসরণ করে । তখন আমাদের আনন্দ লাগে । এখন জানা দরকার কেন ভালো লাগে । মানুষটা দেখতে আকর্ষণীয় হলে অথবা তার ভাবভঙ্গি আপনার মতো বা আপনি যেমনটা চান তেমন হলে কিংবা পোশাকের কারণে, তার আচরণে । এছাড়াও বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আকর্ষণে । আরো কিছু কারণ আছে যদিও। এখানে liking bais ( bais =পক্ষপাতিত্ব ) নামে এক ধরনের বায়াস কাজ করে। এখন আবার ফিরে আসি হাইপোথ্যালামাসে । ডোপামিন ( একটি হরমোন ) নিঃসরণ হলে আমরা আনন্দ অনুভব করতে পারি । এরপরে আছে সেরোটনিন যা আমাদের ভালো থাকার অনুভূতি সৃৃষ্টি করে । আরো রয়েছে অক্সিটোসিন ( একটি হরমোন )। এই সকল হরমোনের ফলে আমাদের মস্তিষ্কে আনন্দের অনুভূতি হয় এবং আমারা কাউকে ভালোবাসি । এই সকল হরমোন কিছু মস্তিষ্কের হাইপোথ্যালামাস , আবার কিছু পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসরণ হয়ে থাকে । তাই অনেকে বলে ভালোবাসা নাকি পিটুইটারির খেলা ।

খুব সীমিত জ্ঞান নিয়ে লেখা আর্টিকেল ।


শেয়ার করুন বন্ধুর সাথে