খেলোয়াড়দের সাথে থাকা এসব বাচ্চাদের "প্লেয়ার মাসকট" বা "চাইল্ড মাসকট" অথবা "চাইল্ড এসকর্ট" বলে। এদের সাথে রাখার কারণ হল - ১. শিশুরা হল নিষ্পাপ, নিষ্কলুষতার প্রতীক। ২. কোনো দুই দল প্রবল প্রতিপক্ষ হলে তাদের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য মাঝখানে শিশু দেওয়া হয়। ৩/ অনেক সময় একদলের সমর্থকরা অন্য দলকে bullying করে অথবা বিভিন্ন জিনিস ছুঁড়ে মারতে পারে। কিন্ত ছোট বাচ্চারা সাথে থাকলে সেটা করা সম্ভব হয় না।
শেয়ার করুন বন্ধুর সাথে