Jobedali

Call

গ্রামাঞ্চলের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা শহরাঞ্চলের মতই। পল্লী অঞ্চলে বিদ্যুৎ বিতরণের কাজে নিয়োজিত কোম্পানি হল Bangladesh Rural Electrification Board (BREB).

এখন প্রশ্ন আসে BREB বিদ্যুৎ পায় কোথা থেকে? একটা জিনিস মাথায় রাখা ভাল যে, সকল ডিস্ট্রিবিউশন কোম্পানি ন্যাশনাল 132/33 KV গ্রীড সাবস্টেশান থেকেই 33 KV লাইন গ্রহণ করে। অতঃপর তারা 33 KV লাইনকে step down transformer এর মাধ্যমে 11 KV করে গ্রাহক পর্যায়ে পাঠিয়ে দেয়।

একইভাবে BREB ও তাদের নিকটবর্তী গ্রীড থেকে বিদ্যুৎ নিয়ে 11 KV করে তাদের গ্রামাঞ্চলের ফিডার লাইনে সরবরাহ করে। তারপর সেই 11 KV ভোল্টেজ একটি একটি 11/.4 KV স্টেপ ডাউন ট্রান্সফর্মার কমিয়ে আনা হয়।

অতঃপর সিংগেল ফেইজ লাইন এর জন্য আরেকটি pole mounted 6.6KV / 230 volt ট্রান্সফর্মার ব্যবহার করা হয়। এভাবে বিভিন্ন থ্রী ফেইজ & সিংগেল ফেইজ এর বিবিধ লাইন বাড়ি বাড়ি পৌছে দেয়। এভাবেই আলোকিত হয় গ্রামাঞ্চল।

তবে গ্রামাঞ্চলের জন্য একটি কোম্পানি গ্রীডে পাওয়ার জেনারেশনও করে থাকে যার নাম Rural Power Development Company Ltd (RPCL)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ