Sumya Akter

Call

ব্যাংক গ্রাহকের আস্থা ও বিশ্বাস এই ব্যাংকিং ব্যবসায় মূলমন্ত্র, যা ব্যাংকিং ব্যবসায় ভিত্তিমূল। এই সম্পর্ক সততা, নিষ্ঠা ও বিশ্বাসের উপর নির্ভর করে তৈরি হয় এবং এই সম্পর্কের অবনতি ক্ষতিকর ব্যবসায়ীক পরিণতি টেনে আনে। নিম্নলিখিত কারণে ব্যাংকার কোন গ্রাহকের হিসাব বন্ধ করে দিতে পারে-

১) Bankruptcy declaration (দেউলিয়া ঘোষণা)গ্রাহক আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হলেই ব্যাংকের সাথে তার হিসাবের চুক্তির পরিসমাপ্তি ঘটে।

২) Customer’s lose mental balance (গ্রাহক মানসিক ভারসাম্য হারালে)মানসিকভাবে অসুস্থ ব্যক্তির সাথে সুষ্ঠুভাবে লেনদেন পরিচালনা করা সম্ভব নয় এবং আইনানুগভাবে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি চুক্তি সম্পাদনের অধিকার রাখে না, সেক্ষেত্রে ব্যাংকের সাথে গ্রাহকের সম্পর্কের পরিসমাপ্তি ঘটে।

৩) Garnishee order is issued (গারনিশি অর্ডার জারি করা হলে)আদালত কর্তৃক গ্রাহকের উপর কোন গারনিশি অর্ডার জারি করা হলে উক্ত গ্রাহকের হিসাব সাময়িক বা সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে ব্যাংক বাধ্য থাকে।

৪) Bank’s own decision (ব্যাংকের নিজস্ব সিদ্ধান্ত)গ্রাহক যদি তার চুক্তি অনুযায়ী সততার নীতি মেনে না চলে বা প্রতারণার আশ্রয় নেয়, সেক্ষেত্রে ব্যাংক গ্রাহকের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে।

৫) Customer’s own decision (গ্রাহকের নিজস্ব সিদ্ধান্ত)গ্রাহক যদি কোন কারনে ব্যাংকের সাথে লেনদেন চালু না রাখার সিদ্ধান্ত গ্রহণ করে, সেক্ষেত্রে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের পরিসমাপ্তি ঘটে।

৬) Enemy causes war (যুদ্ধজনিত কারনে শত্রুতা)যুদ্ধজনিত কারণে ব্যাংকার-গ্রাহক পরস্পর বিভক্ত অংশে অবস্থান করলে ব্যাংকার-গ্রাহক এর সম্পর্ক নষ্ট হয়ে যায়।

৭) Complete transfer (সম্পূর্ণ জের স্থানান্তর)গ্রাহক যদি তার হিসাবের সমুদয় জের অন্য কোন ব্যক্তির হিসাবে স্থানান্তর করার জন্য ব্যাংকের উপর নির্দেশ জারি করে, তাহলে গ্রাহকের হিসাব বন্ধ হয়ে যায় ও তাদের সম্পর্কের অবসান ঘটে।

৮) Due to death (মৃত্যুজনিত কারণে)গ্রাহকের মৃত্যু ঘটলে হিসাব বন্ধ হয়ে যায়। ফলে ব্যাংক-গ্রাহক সম্পর্কের বিলুপ্তি ঘটে।

৯) Long-term no transactions (দীর্ঘকালীন লেনদেন না থাকা)গ্রাহক যদি তার হিসাবের লেনদেন দীর্ঘ সময় চালু না রাখে, তাহলে ব্যাংক উক্ত গ্রাহকের হিসাব বন্ধ করে দেয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ