Call
৩ বারের অধিকবার হাচিঁ টা রোগের অন্তভুক্ত। ৩ বার হাচিঁর জবাব দেয়া যাবে।  প্রতিনিয়ত হাচিঁ  টা রোগের কারণে হয়- আর রোগ শোক দিয়ে আল্লাহপাক বান্দার গোনাহ মাপ করান।হাচিঁ  আসিলে মুসলিমদের দোয়া ও পড়তে হয়,কেহ কাছে থাকলে সে স্রোতার ও দোয়া পড়তে হয়। ছহী হাদিসের আলোকে দোয়া সমুহ
নিম্নরুপঃ
হাঁচি দিয়ে বলতে হয়-اَلْحَمْدُ لِله উচ্চারণ : আলহামদুলিল্লাহ অর্থ : সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য।

কোনো ব্যক্তি হাঁচি দাতার ‘আলহামদুল্লিাহ’ শুনলে বলবে-يَرْحَمُكَ اللهِউচ্চারণ : ইয়ারহামুকাল্লাহ অর্থ : আল্লাহ আপনার উপর রহম (করুণা) করুন।

অতপর হাঁচি দাতা বলবে-يَهْدِكُمُ اللهُ يُصْلِحُ بَالَكُمْউচ্চারণ : ইয়াহদিকুমুল্লাহু ইউসলিহু বালাকুম।
অর্থ আল্লাহ তোমাকে হিদায়াত দান করুন এবং তোমার অবস্থা সঠিক রাখুন। (দোয়া সমুহের সুত্র-বুখারি, মিশকাত)

আমার রোগের কারনে প্রতিদিন অনেক সময় ধরে হাঁচি হয় | তবে এক্ষেত্রেও কি আমাকে সবসময় আলহামদুলিল্লাহ বলতে হবে?

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ