আমার চাচা বিদেশে থাকেন।তিনি আমাদের এলাকার এক লোককে ভিসা দিবেন বলে তার কাছ থেকে ২ লক্ষ টাকা আনেন৷ সেই সময় তিনি বিদেশে থাকায় সেই টাকা আমার বাবা তাদের কাছ থেকে গিয়ে আনেন এনে চাচার কথামত তার বন্ধুর কাছে দিয়ে দেন। সে আমার চাচার সবকিছু হ্যান্ডেল করে। কিন্তু ভিসা সংক্রান্ত কোন কথার আমার বাবা ছিলেন না। এখন আমার চাচা তাদের ভিসা দেয়নি। তারা আমার বাবাকে বলতেছে টাকা দেওয়ার জন্য। এমনকি তারা এটাও বলতেছে যে আমাদের পরিবারের সবার নামে না কি মামলা করবে। আমি বিদেশে যাবো উচ্চশিক্ষার জন্য মামলা করে আমাকে দেখে আটকে রাখবে। তাদের পক্ষে কি আমাদের নামে কোন মামলা করা পসিবল? এবং আমাদের করণীয় কি? (তাদের কাছে লিখিত কোন ডকুমেন্টস নাই আমার বাবা যে তাদের কাছ থেকে গিয়ে টাকা আনছে। এমনকি আমার বাবার সাথে এমন কোন কথা হয়নাই ভবিষ্যতে কোন সমস্যা হলে এই টাকার দায়ভার আমার বাবার উপর)


শেয়ার করুন বন্ধুর সাথে