আমার বিয়েটি ইসলামিক নিয়মে হয়েছে এবং বিয়ের কোনো কাবিন হয় নি। আমি আমার স্ত্রীকে মৌখিকভাবেও কোনো তালাক দেই নি। তবে ৩শত টাকার স্ট্যাম্পে সাইন করেছি যেখানে লেখা ছিলো আমি আমার স্ত্রীকে তালাক দিচ্ছি। আমার স্ত্রীও সেখানে সাইন করেছে। এখন কি আমি চাইলে অই স্ট্যাম্প পেপার ছিড়ে ফেলে দিতে পারবো? এতে কি আমাদের তালাক অকার্যকর হয়ে যাবে? আমি কি আবার আমার স্ত্রীর সাথে সংসার করতে পারবো? যেহেতু আমাদের বিয়েটা আইনিভাবে হয়নি সুতরাং এই ডিভোর্স পেপারও কোর্টে যায় নি।


শেয়ার করুন বন্ধুর সাথে