১ বছর হলো বিয়ে করেছি। প্রেমের বিয়ে ছিল, পরিবারের অমতে। আমার স্ত্রী সম্ভবত আমাকে প্রচুর ভালোবাসে কিন্তু প্রচুর সন্দেহ করে আমাকে। অনেক ভাবে আমাকে পরীক্ষাও করেছে তাতে সে সন্দেহ করার মত কোনো কিছুই পায়নি এরপরেও আমাকে সন্দেহ করেই যাচ্ছে। এতেও আমার সমস্যা নাই। মূল সমস্যা হলো আমার স্ত্রী তুচ্ছ সব কারনে ঝামেলার সৃষ্টি করে, একটা উদাহরণ দেই- একদিন সকলে আমি শুয়েই ছিলাম, সে অনেক আগেই ঘুম থেকে ওঠে রান্নার কাজে ব্যাস্ত ছিল। এর ফাঁকে একবার রুমে এসে আমাকে বলে গেল আমি যেন আরো কয়েক মিনিট পরে বিছানা ছেড়ে ওঠি, সে হাতের কাজ টা শেষ করে রুমে আসবে ২-৩ মিনিট পরে, এর পরই যেন আমি ওঠি। আমি যথারীতি ১৫-২০ মিনিট অপেক্ষা করেও সে রুমে না আসার কারনে আমি ওঠে পরি। এবং ওঠতেই দেখি সে রুমের দিকে আসছিল। সে যে রুমে এসে বিশেষ কোনো সারপ্রাইজ দেবে জন্য আমাকে ওঠতে মানা করেছিল এমনটাও না। এমনিই কথাটা বলেছিল আমি ১৫-২০ মিনিট অপেক্ষা করেও যখন সে আসে না তখন দেরি হয়ে যাচ্ছে দেখে বিছানা ছেরে ওঠেছিলাম। আর এই সামান্য কারণে সে প্রচুর ঝামেলা শুরু করে দেয়। এরকম হাজার টা অবান্তর কারন নিয়ে সে প্রতিনিয়ত ঝামেলা করে আসছে। তাকে আমি ভালো করে বুঝিয়েছি অনেক কিন্তু লাভ হয়না। তার বয়স ১৯+, এটা কি তার মানুষিক সমস্যা? আমার কি করণীয়?


শেয়ার করুন বন্ধুর সাথে