আর্কটিক মহাসাগরের সোয়াল বার্ড দ্বীপপুঞ্জের বৃহৎ এবং নরওয়ে  ও উত্তর মেরুর মাঝামাঝি হিমবাহ ও সুউচ্চ পর্বতশ্রেণী বেষ্টিত দর্শনীয় দ্বীপ স্পিটসবার্গেন। আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী ৪৬টি দেশের নাগরিক এ দ্বীপের সম্পদ সংগ্রহ করতে পারে। দ্বীপটিকে ন্যাটো জোটের দুর্বল দিক মনে করা হয়। রাশিয়া ও চীনের জন্য দ্বীপটি কৌশলগত ও অর্থনৈতিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।  দ্বীপে ভালো চিকিৎসা ব্যবস্থা নেই ও স্থানটি বরফে আচ্ছাদিত থাকায় মৃতদেহ পচে না। ফলে এখানে জন্ম ও মৃত্যু নিষিদ্ধ করার  একটি  বিচিত্র আইন রয়েছে। 


শেয়ার করুন বন্ধুর সাথে