শেয়ার করুন বন্ধুর সাথে
Rana khan

Call

আলীমুশ্বান সাইমুন ধর্ম প্রচারক ও লেখক এবং আধুনিক বাংলা সাহিত্যের একজন কবি।( জম্ন ০২ জানুয়ারি ১৯৯৭) বরগুনা জেলার বেতাগী থানার বিষখালি নদীর তীরে ভোড়া বেতমোর গ্রামে এক সমভ্রান্ত মুসলিম পরিবারে জম্ন গ্রহন করেন। তিনি একাধারে কবি, ইসলামীক লেখক, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প, শিশুসাহিত্যিক, সংগীতজ্ঞ, সাংবাদিক, সম্পাদক, ইসলামী সঙ্গীত শিল্পী। মাত্র ২০ বছর বয়সে তার কবিতা " আহ্বান " কাব্য ও কবিতা পত্রিকায় প্রকাশিত হয়। লেখক এর ছদ্দ নাম বাংঙ্গালি কবি সাইমুন খান এ নামেও তিনি কবিতা লিখতেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ