রক্তের স্যালাইন নেওয়ার সময় স্যালাইন পুরোপুরি শেষ হওয়ার একটু আগ মুহুর্তে খুলতে গিয়ে শিরা থেকে বের হয়ে শিরার পাশে সাধারণ ত্বকে ছড়িয়ে পড়ে। খয়েরী রং এর আয়রণ স্যালাইন হওয়ায় সাথে সাথেই পুরো কব্জি (হাতের তালুর উপরিভাগ) জুড়েই কালো দাগ (মেছতার মত) পরে যায়। প্রায় এক বছর হয়ে গেল এখনো একটু ও কমেনি।

ব্যথা বা চুলকানি নেই কিন্তু দেখেতে বেশ দ্রিষ্টিকটু।

কোন পরামর্শ দিয়ে সহযোগিতা করুন।


শেয়ার করুন বন্ধুর সাথে