আমার মেয়ের বয়স ১.৫ বছর। গত ৩/৪ মাস ধরে চোখ লাল হয়ে থাকতো এবং চোখে পানি জমে থাকতো। সিলেটের ওসমানী মেডিকেলের একজন ভালো ডাক্তারকে দেখাইছি। ৪ মাসের মধ্যে ৩বার দেখাইছি। উনি শুধুমাত্র চোখের ড্রপ দিয়েছেন এবং চোখের মেসেজ করতে বলেছেন। চোখের নেত্রনালীতে সমস্যা হতে পারে বলে উনি জানিয়েছেন। শেষবার ডাক্তার দেখানোর পর লক্ষ্য করি চোখের পাতায় একটু ফোলা এবং গোল শক্ত মাংসপিন্ড। তারপর একজন হোমিও ডাক্তারের কাছে যাই এবং তিনি বলেন যে, চোখের পাতায় নাকি টিউমার হয়েছে ২টি। উনি ঔষধ দিয়েছেন ১ মাসের এবং বলেছেন ভালো হওয়ার আগ পর্যন্ত খেয়ে যেতে হবে। ১৫ দিনের মত ওষধ খাওয়ানো হচ্ছে কিন্তু তেমন উন্নতি দেখছি না। এমতাবস্থায়, হোমিও ওষধ চালিয়ে যাবো নাকি অপারেশন/ এলোপ্যাথিকের দিকে যাবো বুঝতেছি না। এটাও বুঝতেছি না টিউমারই কিনা নাকি নেত্রনালির সমস্যার কারনে এমন হয়েছে। উল্লেখ্য যে,  হোমিও ডাক্তার দেখানোর পর পূর্বের ডাক্তারকে আর দেখানো হয় নি। 


শেয়ার করুন বন্ধুর সাথে