আমার একটা মেয়ের সাথে প্রেম হয়। প্রেমের ৯ মাস পর সে আমার কাছে কাদতে কাদতে শিকার করে যে ৩ বছর আগে একটা ছেলের সাথে ফ্যামিলি থেকে জোর করে তার বিয়ে হয় কিন্তু ছেলেটার শারিরীক সমস্যা থাকার কারনে তার সাথে কোন প্রকার শারিরীক সম্পর্ক হয় নি।আর যার কারনে ছেলেটা প্রতি রাতে তাকে মারতো।তারপর একটা সময় সে আর অই খানে থাকতে পারে নি এবং তাদের মাঝে ডিভোর্স হয়ে যায়। এবং এই সব কথা গুলো সে কুরআন শরিফ ছুয়ে শিকার করে। এবং মেয়েটা এখন আমাকে খুব খুব ভালবাসে,সম্মান করে, কেয়ার ও করে এবং আমিও মেয়েটাকে অনেক ভালোবাসি এবং তাকে ছাড়া থাকতে চাই না আর পারবো না। কিন্তু আমার পরিবার তো এটা কখনই মেনে নিবে না।তো আমার প্রশ্ন হচ্ছে এখন আমার কি করা উচিত?  ফ্যামিলির কথা চিন্তা করে মেয়েটাকে ছেড়ে দেয়া নাকি ফ্যামিলিকে মানিয়ে মেয়েটাকে বিয়ে করা??  এবং  ফ্যামিলি যদি একদম মেনে না নেয় তখন ফ্যামিলি  ছেড়ে মেয়েটাকে গ্রহন করবো নাকি মেয়েটাকে ছেড়ে ফ্যামিলি  গ্রহণ করবো কিছু বুঝতে পারতেছি না।


শেয়ার করুন বন্ধুর সাথে