কেউ একজন থাকুক, যার সাথে হাত ধরে হাটতে ইচ্ছে করবে রিকসায় পাশাপাশি বসতে ইচ্ছে করবে, হাতে হাত রাখতে ইচ্ছে করবে শপিং এ যেতে ইচ্ছা করবে কোন এক মিষ্টি বিকেলে বলবে চলো না কোথাও বেড়িয়ে আসি।। কেউ একজন থাকুক যে সব সময় আগলে রাখবে, অনেক ভালোবাসবে, বাহানা দিয়ে অফিস কামাই করবে, কারনে অকারনে চুমু খেতে চাইবে জ্বর মাপার অজুহাতে কপালে হাত রাখবে আদুরে গলায় বলবে ইশ এতত জ্বর কষ্ট হচ্ছে বুঝি তোমার? কেউ একজন থাকুক, যে সারাদিন নাম ধরে ডাকবে সকাল বিকাল চা খেতে চাইবে রান্না ঘরে উকি মারবে পেছন থেকে জাপটে ধরবে কাজের চাপে হাঁপিয়ে উঠলে শার্টের হাতায় ঘাম মুছে দিয়ে বলবে দাও আমি করছি।। কেউ একজন থাকুক, যে গান শুনাবে, কবিতা শোনাবে, সারাক্ষন অনেক জ্বালাবে চুলের ভাজে হাত বুলাবে সারাক্ষণ দুষ্টুমি করবে ছুটির দিনে সিনেমা দেখতে নিয়ে যাবে অফিস থেকে ফিরে টাই খুলতে খুলতে বলবে এ্যাই শুনছো?এক গ্লাস ঠান্ডা পানি দাও তো। কেউ একজন থাকুক, যে শাড়ির কুঁচি ধরে দিবে এলোমেলো চুলে সিঁথি কেটে দিবে বাকা করে টিপ পরলে সোজা করে দিবে খোঁপায় বেলীফুলের মালা পরিয়ে দিবে চোখে গাঢ় কাজল, গানে দুল ঝুলিয়ে দিয়ে অবাক হয়ে বলবে, ওমা? তোমাকে কতত সুন্দর লাগছে পরীর থেকেও সুন্দর।। কেউ একজন থাকুক, যাকে অনেক বিশ্বাস করা যায়। যাকে অনেক ভালোবাসা যায়, যাকে নিয়ে সারাক্ষন মেতে থাকা যায়, যার কাছে নিরাপদ আর সুরক্ষিত যার কাছে সুখ দুঃখের গল্প করা যায় যার বুকে মাথা রাখলে, শান্তির ঘুম ঘুমানো যায়।। এমন একজন থাকুক না, যে এই আমাকে বুঝবে,সব খানে আমাকে খুজবে, যাকে ছাড়া জীবনে বেঁচে থাকার কারন বৃথা। যে তার নিজের থেকেও বেশি শ্রোদ্ধা এবং ভালোবাসবে। যার প্রতি নিসন্দেহে দুর্বল হওয়াটা জরুরি_! এতটাই ভালোবাসবে, হাসিমুখে একসাথে মরতে পারবে, যাকে জীবনের পুরোটাই উৎসর্গ করে দেওয়া যায়।


Share with your friends