পরিবেশ বলতে আমাদের চারপাশে যা কিছু আছে তার সমন্বিত ভূগতে বোঝায়। মাটি, পানি, বায়ু এ সবই পরিবেশের এক একটি উপাদান। এই উপাদাদের একটিও যদি কোন কারণে ক্ষতির সম্মুখিন হয় তবে তা হবে মানবজাতির জন্য অশনি সংকেত। পর্যবেক্ষণে দেখা গেছে প্রকৃতি থেকে “পরিবেশ দূষণ, মানবজাতির অস্তিত্বের জন্য হুমকিস্ত" মানুষই পরিবেশ দূষণের মূল কারণ। মানবসৃষ্ট এসব কারণগুলো নিম্নরূপ: মাটি দূষণের কারণ : 3. জমিতে ময়লা আবৰ্জনা ফেলা। কারখানার বর্জ্য মাটিতে ফেলা অতিরিক্ত রাসায়নিক সার ও নাশক ব্যবহার করা 1 হাসপাতালের বর্জ্য মাটিতে ফেরা 4. মাল্টিকের ফোঁটা, পলিথিন, ইত্যাদি মাটিতে ফেলা। 2. জমিতে ব্যবহৃত কীটনাশক ও সার পানিতে মিশে যাওয়া। ২. জলাশয়ে গবাদি পশু গোসল করানো। ৫. কলকারখানার বর্জ্য পানিতে ফেলা। 1. পুকুর, নদী, খাল-বিলে মলমূত্র, ময়লা-আবর্জনা ফেলা। .g, নৌকা ইত্যাদির বর্জ্য তেল নদীতে ফেলা বায়ু দূষণের কারণ : ২. শিল্প ও কল-কারখানার ধোঁয়া বাতাসে মিশে যাওয়া। ২ যানবাহনের ইটের ভাটার ধোঁয়া বাতাসে মিশে যাওয়া। ৩. যেখানে সেখানে ময়লা-আবর্তন ও পচনশীল দ্ৰবা ফেলা। 18. গান করা। উঃ কারণগুলোর ফলে পরিবেশ দূষিত হয়ে মানুষ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে। দিনে দিনে পৃথিবী হয়ে উঠছে বসবাসের অযোগ্য মরুভূমিতে। এখনই যদি বড় পরিসরে দীর্ঘ মেয়াদি পদক্ষেপ নিয়ে পরিবেশ দূষণ রোধ না করা যায়, তাহলে তা হবে সত্যিই মানবজাতির অস্তিত্বের প্রতি হুমকি স্বরূপ।


শেয়ার করুন বন্ধুর সাথে