শেয়ার করুন বন্ধুর সাথে

বলক অর্থ

বলক [ balaka ] বি. দুধ ইত্যাদি জ্বাল দেবার সময় উথলে ওঠা (দুধ বলক দিচ্ছে)।;[তু. হি. বলক্না]।;বলকা বিণ. বলকযুক্ত।;[বলোক্‌] (বিশেষ্য) জ্বালে বসানো দুধ ইত্যাদির উথলানো বা ফেঁপে ওঠা (বলক দিয়ে ক্ষীর-সায়রে ছুটছে পুলক অ বলগা-সত্যেন্দ্রনাথ দত্ত)। বলকা (বিশেষণ) বলক উঠেছে এমন; বলক যুক্ত (বলকা দুধ)। এক বলকা দুধ (বিশেষ্য) মাত্র একবার ফুটে ওটা দুধ। {(হিন্দি) বলক্‌না};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ