শেয়ার করুন বন্ধুর সাথে

কেশ অর্থ

কেশ [ kēśa ] বি. চুল।;[সং. কে (মস্তকে) + √ শী + অ]।;কেশকর্ম (-র্মন্)–বি. চুল বাঁধা; কবরী রচনা।;কেশকলাপ, কেশগুচ্ছ, কেশদাম, কেশপাশ–বি. চুলের গোছা।;কেশকীট–বি. চুলের পোকা, উকুন।;কেশগ্রহণ–বি. চুল ধরা।;কেশঘ্ন–বি. টাক।;কেশতৈল–বি. চুলে বা মাথায় মাখার উপযুক্ত তেল।;কেশপ্রসাধন–বি. চুলের পরিচর্যা; চুলের সংস্কার ও শোভা বর্ধন।;কেশবতী–বি. (স্ত্রী.) ভালো চুল আছে যে নারীর।;কেশবিন্যাস–বি. চুল বাঁধা; চুলের সংস্কার; চুল আঁচড়ানো; চুলের বাহার।;কেশমুণ্ডন–বি. মাথা মুড়িয়ে ফেলা, নেড়া হওয়া।;[কেশ্‌, (আঞ্চলিক) ক্যাশ্‌] (বিশেষ্য) চুল। কেশকলাপ, কেশগুচ্ছ, কেশদাম, কেশপাশ (বিশেষ্য) কেশরাশি; চুলের গোছা (যাহার সুন্দর কেশপাশ আছে, সে আর পরচুলা ব্যবহার করে না-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। কেশকীট (বিশেষ্য) উকুন (কেশকীট ভরা তার মাথা-সুধীন্দ্রনাথ দত্ত)। কেশতৈল (বিশেষ্য) কেশবর্ধক সুগন্ধি তেল; মাথায় মাখার উপযুক্ত তেল। কেশপ্রসাধন (বিশেষ্য) কেশকে নানাভাবে সজ্জিত ও সুগন্ধীকরণ, চুলের পরিপাট্য সাধন। কেশবিন্যাস, কেশরচনা, কেশসংস্কার (বিশেষ্য) চুল আঁচড়ানো; চুল বাঁধা; খোঁপা বাঁধা; কবরী বন্ধন; টেরিকাটা। কেশমুন্ডন (বিশেষ্য) ক্ষুরের সাহায্যে সব চুল ফেলে দেওয়া; নেড়া হওয়া; মাথা মুড়ে ফেলা। কেশ- সংস্কার (বিশেষ্য) সাবান সোডা বেশম ইত্যাদি দ্বারা চুল পরিস্কার করা বা চুলের পরিচর্যা। কেশস্পর্শ, কেশাগ্র স্পর্শ (বিশেষ্য) ((আলঙ্কারিক)) সামান্যতম ক্ষতি; কিছুমাত্র অনিষ্ট। কেশস্পর্শ করা ক্রি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কে+√শী+অ(অড্‌)};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ