Unknown

Call

SSC science বিভাগ থেকে করার পরে HSC তে বিভাগ পরিবর্তন করা যায়। আর বিষয়টি সম্পূর্ণ আপনার উপর নির্ভরশীল। আপনি পরিবর্তন করতে চান কি না।

আপনি বলেছেন বিজ্ঞান বিভাগে আপনারা আশানুরূপ ফলাফল হয়নি। এখন আপনি বিভাগ পরিবর্তন করতে চাচ্ছেন এবং পরামর্শ চেয়েছেন।

আমি বলব, আপনার সবচেয়ে বেশি আগ্রহ যে বিষয়ের প্রতি সে বিষয় নিয়ে আপনি পড়ুন। 

বাংলাদেশের অধিকাংশ ছাত্র ছাত্রী তাদের ভবিষ্যৎ জীবনে কি করবে বা কি হবে সে নিয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত থাকে। বাংলাদেশের মতো একটি দেশে সরকারি চাকরির ক্ষেত্রে বিষয় ফ্যাক্ট নয়। আপনার আগ্রহের যে কোন বিভাগ থেকে সেটা হতে পারে (সাইন্স কমার্স অথবা আর্টস ) বিভাগে পড়াশোনা করে যেকোনো সরকারি BCS, শিক্ষক নিবন্ধন, bank job সহ যাবতীয় সরকারি ও বেসরকারি সেক্টরে আপনি কাজ করতে পারবেন।

অবশ্যই এইচএসসি লেভেলের আপনি এরকম কোন সাবজেক্ট নেবেন যেটাতে আপনার জিপিএ বাড়বে এবং আপনার আগ্রহ রয়েছে। ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App