জীববিজ্ঞানী রেমন্ড লিন্ডেম্যান এর মতে, যে-কোনো পুষ্টিস্তরে মোট শক্তির 90 শতাংশ ব্যবহৃত হয় এবং মাত্র 10 শতাংশ শক্তি ওই পুষ্টিস্তর থেকে পরবর্তী পুষ্টিস্তরে প্রবাহিত হয়।
অ্যালকোহল বলতে এমন সব জৈব যৌগকে বোঝায় যাদের হাইড্রক্সিল কার্যকারী গ্রুপটি একটি অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপের কার্বনের সাথে একটি বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে।
যুক্তরাজ্যে সংসদীয় গণতন্ত্রের রীতি অনুযায়ী সরকারকে জবাবদিহি করার জন্য বিরোধী দলও একটি মন্ত্রিসভা গঠন করে। একে বলা হয় ছায়া মন্ত্রিসভা। ছায়া মন্ত্রিসভার দায়িত্ব পালনকারী ব্যক্তিদের ছায়ামন্ত্রী বলে। তাদের কাজ হলো...
পরিকল্পিত পরিবার বলতে যা বোঝায়:- দুইটির বেশি সন্তান না নেওয়া, দুইটি সন্তানের মধ্যে কম করে তিন বছরের ব্যবধান বা ফারাক রাখা, কম ব্যবধান বা ফারাকে যাতে সন্তান না আসে বা...
1 Answers
5644 views
সরাসরি ভিডিও কলে বিশেষজ্ঞদের থেকে পরামর্শ নিতে Bissoy অ্যাপ ডাউনলোড করুন