Bissoy.com এর পইন্ট, রিচার্জ, উইথড্র এগুলো কিভাবে কাজ করে। অর্থাৎ Bissoy.com সম্পর্কে বিস্তারিত জানতে চাই।


Share with your friends
Jamiar

Call

দেখু ন আপনাকে বিস্ময়ের পয়েন্ট, রিচার্জ, ও Withdraw সম্পর্কে বলছি।

  1. পয়েন্ট :- বিস্ময়ের পয়েন্ট শুধু র‍্যাঙ্ক নির্দেশ করে।অর্থাৎ বিস্ময়ের মোট সদস্যের মধ্যে আপনি কত তম স্থানে অবস্থান করছেন সেটা পয়েন্ট অনুযায়ী র‍্যাঙ্ক এর মাধ্যমে বুঝতে পারবেন।
  2. রিচার্জ হলো :- আপনি এই বিস্ময় একাউন্ট এ টাকা রিচার্জ করতে পারেন। অর্থাৎ এই বিস্ময় একাউন্ট এ টাকা লোড দিয়ে সেই টাকা দিয়ে আপনার বিস্ময়ের দেওয়া প্রশ্নে অফার দিয়ে তাড়াতাড়ি উত্তর নিতে পারবেন।এছাড়াও আপনার প্রশ্নে কেউ সঠিক উত্তর দিলে তাকে ঐ টাকা থেকে উপহারসরূপ চকলেট , কফি, আইস-ক্রিম, বার্গার এসবের মধ্যে যেকোন একটি দিতে পারেন তবে এই উপহারসরূপ এর সমতল টাকা আপনার একাউন্ট থেকে কাটা যাবে।
  3. আর Withdraw :- বিস্ময়ে যদি আপনি উত্তর লেখার কাজ করেন অর্থাৎ অন্যের প্রশ্ন মানসম্মত ও সঠিক উত্তর দেন আর আপনার সেই উত্তরে যদি কেউ উপহারসরূপ হিসাবে চকলেট , কফি, আইস-ক্রিম, বার্গার এসবের মধ্যে যেকোন একটি উপহার আপনাকে দেন তাহলে এর সমতুল্য অর্থ আপনার একাউন্ট এ জমা হবে। আর আপনার একাউন্ট এ যখন মোট ১১৫ টাকা হবে তখন ১০০ টাকা Withdraw করে রকেট একাউন্ট এ নিতে পারবেন। এছাড়াও যত টাকাই Withdraw করেন না কেন ১৫% চার্জ নিবে।
  4. চকলেট , কফি, আইস-ক্রিম, বার্গার এর সমতুল্য অর্থ হলো যথাক্রমে  ৩ টাকা, ২৫ টাকা,৫০ টাকা, ৮০ টাকা। 

আশা করি বুঝতে পারছেন।

বিস্ময়ের সাথে থাকুন।

Talk Doctor Online in Bissoy App