Waruf

Call

এ ধরনের প্রশ্নের উত্তর দেবার জন্য চেকাপের দরকার হয়, অনেক প্রশ্ন করে বুঝতে হয়, শুধু এইটুকু শূনে উত্তর দেয়াটা বেমানান। যেহেতু অনেক ঔষধ খেয়েছেন কোন কাজ হয়নি। 

সাধারন ভাবে মূখে এ ধরনের ঘা হয় ভিটামিনের অভাবে। 

আপনি এক কাজ করুন। ভিটামিন বি-২ (রাইবোফ্লাবিন বা রিবোফ্লাবিন) খান। এবং ভিটামিন বি-১২ খান কিছু। 

যদি দোকানদার বি-১২ বুঝতে না পারে তবে বলবেন কোবালামিন। ডাক্তার বা অন্য কেউ হয়ত মাল্টিভিটামিন অথবা ভিটামিন বি কমপ্লেক্স খেতে বলতে পারে। এতে কোন কাজ হবেনা। এর সাথে সিভিট, এবং ফল পেয়ারা ও আমলকি খাবেন কিছুদিন। দেখুন কমে কিনা ,যদি কমে তবে চালিয়ে যান। আর না কমলে বন্ধ করে দিন। তবে হ্যা কিছুদিন বলতে দু তিন দিন খেয়ে ছেড়ে দিবেন না না যেন। কমপক্ষে ১০ দিন তো খাবেনই। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ