পায়খানা কষা,পায়খানার কোন বেগ আসছে না , পেটের ডান পাশে নিদিষ্ট স্থানে ব্যাথা,বড় করে শ্বাস নিলে ও ব্যাথা অনুভব হয়,ব্যাথার তীব্রতা হালকা, কাল রাতে অমিডন ও ইসুব গুল খেয়েছি আর সকালে খালি পেটে এন্টাসিড প্লাস সিরাপ ও নাস্তা করার পরে এলজিন খেয়েছি ,এ পরে ও তেমন কোন ফলাফল পাইনি,



শেয়ার করুন বন্ধুর সাথে

ট্যাবলেট নিউফ্লোক্সিন ১+০+১ খাবার পর ৭ দিন

ট্যাবলেট ডমিন ২+২+২ খাবার আগে ৩ দিন।

ক্যাপসুল ইসোটিড ৪০ এম জি ১+০+১ খাবার আধা ঘন্টা

আগে ৭ দিন।

ট্যাবলেট অ্যালজিন ১+০+১ খাবার পর ৩ দিন।

ট্যাবলেট ন্যাপ্রক্স প্লাস ০+১+০ খাবার ১৫ মিনিট আগে ৩ দিন।

  নরম খাবার খাবেন, পানী বেশী খাবেন, ভাজে খাবার

খাবেন না। এতে কাজ না হলে অতিস্বত্তর ভালো ডাক্তারের

সরনাপন্ন হোন। অনেক সময় এটা অ্যাপেন্ডিসের লক্ষনও

বটে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ