Closed Caption বা CC হলো একধরণের সাবটাইটেল। কোনো ভিডিওতে কি বলার বা ঘটার সাথে সাথে তার একটি টেক্সুয়াল ভার্সন স্ক্রিনে প্রদর্শিত হয়। এছাড়া ধরুন কেউ বাংলায় কথা বলছে, আর সাথে সাথে তার বাংলা কথাগুলোর ইংরেজি রুপ স্ক্রিনে ভেসে উঠছে।
CC ভিডিওর প্রত্যক্ষ অংশ নয়। এটি আলাদা পোগ্রামের সাহায্যে ভিডিওতে প্রদর্শিত হয়। সাধারণত বিভিন্ন টিউব সাইটে Closed captioning ব্যবস্থা চালু আছে।