TarikAziz

Call

কিছু কিছু কারনে এন্ডয়েড মোবাইল স্লো হয়ে যায়। যেমনঃ

১। Ram এর তুলনায় বেশি এপস ইনস্টল করলে।

২। ক্যাশ ফাইল বেশি জমা হলে।

৩। background অনেক সময় কিছু চালু থাকে যা এন্ডয়েড মোবাইলকে স্লো করে দেয়।

৪। ফোনের ম্যামোরি বা এসডি কার্ড ফুল থাকলে ও এন্ডয়েড মোবাইল স্লো হয়ে যায়। এছাড়াও আরো কিছু কারন আছে যা আপনাদের মোটামুটি জানা তাই এ বিষয়ে বেশি কিছু দিলাম না ।

এন্ডয়েড মোবাইলটি যদি স্লো ই হয়ে যায় তবে কি করবেনঃ

১। অপ্রয়োজনীয় এপ ডিলিট করে ফেলুন।

২। যে সব এপ অনেক দিন পরপর ব্যবহার করেন সেগুলোর ব্যাকআপ রেখে ডিলেট করে নিন, যখন দরকার হবে তখন আবার ইনস্টল দিবেন।

৩। কাস্টম রম তৈরি করুন, গুগলে সার্চ দিন কাস্টম রম তৈরি করার অনেক টিপস পেয়ে যাবেন।

Talk Doctor Online in Bissoy App