আমি আমার ভোটার আইডি কারড হারিয়ে ফেলেছি, আর আমার কাছে কোন ডকুমেন্ট নাই মানে ভোটার আইডি কারড বা আইডি কারডের কোন নাম্বার নাই। এখন আমি যদি আগারগাও নিরবাচন ওফিসে যায়। তাহলে আমি কি আমার আইডি কারড পাব? আমি কন প্রকার জিডি করি নাই। আমি চাচ্ছি জিডি করা ছাড়া যাইতে, এইটা কি সম্ভব? যদি হয় প্লিজ কেউ আমাকে জানান?